Bcs International affair | বি সি এস প্রিলি এর আন্তর্জাতিক বিষয়াবলী
![]() |
বিসিএস পরীক্ষার.webp |
বি সি এস প্রিলি এর আন্তর্জাতিক বিষয়াবলী কমন ও রিপিট প্রশ্নোত্তর। এ প্রশ্নোত্তর গুলা একবার করে পড়লে যেকোনো চাকরি পরীক্ষায় কমন পাওয়া যেতে পারে।
১.১৯৪৫ সালে জাতিসংঘের প্রতিষ্ঠতাকালীন সময়ে মোট সদস্য দেশ ছিল কতটি ?
উত্তরঃ ৫১ টি
২.ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি ?
উত্তরঃ মন্টেনেগ্রো
৩.মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ?
উত্তর: টাইগ্রেস ও ইউফ্রেতিস নদীর তীরে।
৪.২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্টিত হবে কোথায় ?
উত্তরঃ কাতারে
৫.সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ কাঠমাণ্ড। প্রতিষ্টিত হয় ১৯৮৫ সালে।
৬. আমনেস্টি ইন্টারন্যাশনাল কোন কার্যক্রমের সাথে সংযুক্ত ?
উত্তরঃ মানবাধিকার সংরক্ষণ
৭. ও আই সি এর দাপ্তরিক ভাষা কতটি?
উত্তর: ৩ টি
৮. UNHCR এর সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ জেনেভা।
৯. মিয়ানমারে রোহিঙ্গারা কত সালে নাগরিকত্ব হারায় ?
উত্তরঃ ১৯৮২ সালে।
১০. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কে ?
উত্তরঃ লেনিন।
১১. দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝে অবস্থিত দেশকে কি বলা হয়।
উত্তরঃ বাফার স্টেট।
১২. কোনটি গ্রীন হাউস গ্যাস নয় ?
উত্তর: অক্সিজেন।
১৩. IMF এর সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ ওয়াশিংটন ডিসি।
১৪. জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কোনগুলা ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য , রাশিয়া , ফ্রান্স , চীন
১৫. উপকূল থেকে কতদূর পর্যন্ত অর্থনৈতিক জোন হিসাবে গণ্য করা হয়?
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল।
১৬. গ্রিনপিস কবে যাত্রা শুরু করে ?
উত্তরঃ ১৯৭১ সালে।
১৭. মাথাপিছু গ্রীন হাউস গ্যাস উদ্গীরণে কোন দেশ সব থেকে বেশি দায়ী ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
১৮. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব পেশ করা হয় ?
উত্তর: কোরিয়া সংকট।
১৯. বিশ্ব ধরিত্রী দিবস কবে ?
উত্তরঃ ২২ এপ্রিল।
২০. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ৪ টি।
২১. সুয়েজ খাল কোন বছর চালু হয় ?
উত্তর : ১৮৬৯ সালে।
২২. কোন রাষ্ট্রটি সর্বাধিক রাষ্টের সাথে সীমানা যুক্ত ?
উত্তরঃ চীন
২৩. আরব লীগ কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ১৯৪৫ সালে।
২৪. ইয়েলটা কনফারেন্স এর লক্ষ্য কি ছিল ?
উত্তর: জাতিসংঘ প্রতিষ্টা।
২৫. WAR AND PEACE এই গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ লিও টলস্টয়।
২৬. আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় ?
উত্তর : জেনেভা।
২৭. IAEA এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ভিয়েনা।
২৮. জাতিসংঘ কোন সালে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ১৯৪৫ সালে।
২৯. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
উত্তরঃ সিরিয়া।
৩০. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন ?
উত্তর: আলবেনিয়ায়।
৩১. কোন দেশের সংবিধানকে " শান্তির সংবিধান " বলা হয় ?
উত্তরঃ জাপানের।
৩২. বেলফোর ঘোষনার ১৯১৭ এর মূল প্রতিপাদ্য কি ছিল ?
উত্তরঃ ইয়াহুদী এর জন্য একটি রাষ্ট প্রতিষ্টা করা।
৩৩. নেপালের সর্বশেষ রাজা কে ছিল ?
উত্তরঃ রাজা জ্ঞানেন্দ্র।
৩৪. আরব বসন্ত বলতে কি বুজায় ?
উত্তর: আরবের বিভিন্ন দেশে জাগরণ।
৩৫. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি ?
উত্তরঃ ভ্যাটিকান সিটি।
৩৬. "লয়াজিরগা " কোন দেশের আইন সভার নাম ?
উত্তরঃ আফগানিস্তান।
৩৭. কোপেনহেগেন কোন দেশের রাজধানীর নাম ?
উত্তর: ডেনমার্ক।
৩৮. "শ্যামদেশ" কোন দেশের পুরানো নাম?
উত্তর: থাইল্যান্ড।
৩৯. সার্কের বর্তমান সদস্য দেশ কয়টি ?
উত্তরঃ ৮ টি।
৪০. পৃথিবীর সবথেকে বড় বিমান বন্দর কোথায় অবস্থিত ?
উত্তর: দাম্মাম , সৌদি আরব।
৪১. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি ?
উত্তর: প্রশান্ত মহাসাগর।
৪২. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
উত্তর: বৈকাল হ্রদ।
৪৩. জনসংখ্যার হিসাবে পৃথিবীর বড় মুসলিম রাষ্ট্র কোনটি ?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
৪৪. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করছে কোনটি ?
উত্তরঃ পানামা খাল।
৪৫. গ্রীনল্যাণ্ড এর মালিকানা কোন দেশের ?
উত্তরঃ ডেনমার্ক এর।
৪৬. "গ্রেট হল " কোথায় অবস্থিত ?
উত্তর : চীন।
৪৭. " তাস " কোন দেশের সংবাদ মাধ্যম ?
উত্তর: রাশিয়া।
৪৮. কখন ফরাসি বিপ্লব সংগঠিত হয় ?
উত্তর: ১৭৮৯ সালে।
৪৯. "লাইন অব কন্ট্রোল " কোন দুটি দেশের সীমারেখা ?
উত্তর: ভারত ও পাকিস্তান।
৫০. বিশ্বের সবথেকে বড় অর্থনৈতিক জোট কোনটি ?
উত্তরঃ WTO.
৫১. আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন ?
উত্তরঃ ডিনামাইট।
৫২. কবে রেডক্রস প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ১৮৬৩ সালে।
৫৩. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ?
উত্তর: ১০ ই ডিসেম্বর।
৫৪. এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর; ব্যাংকক।
৫৫. " EAST LONDON" কোথায় অবস্থিত ?
উত্তর: সাউথ আফ্রিকা।
৫৬. যুক্তরাষ্ট্র সিনেটের মোট আসন সংখ্যা কত ?
উত্তর: ১০০ টি।
৫৭. যুক্তরাষ্ট্র এবং মক্সিকো কে বিভক্তকারী সীমারেখার নাম কি ?
উত্তর: সনোরা লাইন।
৫৮. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ?
উত্তর: বেলজিয়াম।
৫৯. মার্কিন যুক্তরাষ্টের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন ?
উত্তর: ফ্র্যাংকলিন ডি রুজভেল্ট।
৬০. ভারতীয় লোকসভার'নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ?
উত্তর: ৫৪৩.
৬১. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন ?
উত্তর: নিউজিল্যান্ড।
৬২. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান ?
উত্তরঃ আনোয়ার সাদাত।
৬৩. অক্সফাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ লন্ডন।
৬৪. AMENSTY INTERNATIONAL কত সালে নোবেল পুরস্কার পান ?
উত্তরঃ ১৯৭৭ সালে।
৬৫.জাপানের পার্লামেন্টের নাম কি ?
উত্তর: ডায়েট।
৬৬. গারুদা কোন দেশের বিমান বন্দর ?
উত্তর: ইন্দোনেশিয়া।
৬৭. যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নিৰ্বাচিত হতে হলে কত ইলেক্ট্রোল ভোটের দরকার হয় ?
উত্তর: ২৭০
৬৮. SAPTA এর পূর্ণরূপ কি ?
উত্তর: SAARC PREFERENTIAL TRADING ARRANGMENT
৬৯. " ব্ল্যাক ক্যাট " কোন দেশের কমান্ড বাহিনী ?
উত্তর: ভারত।
৭০. আবু গরিব কি ?
উত্তরঃ একটি জেলখানা।
৭১.কে লোহা মানবী বলে পরিচিত ?
উত্তর: মার্গারেট থেচার।
৭২. জাতিসংগের প্রথম মহাসচিব কে ছিলেন ?
উত্তর: ট্রিগভেল্ট।
৭৩. ইউরো মুদ্রা কখন চালু হয় ?
উত্তর: ১ লা জানুয়ারী ১৯৯৯
৭৪. বানদুং শহরটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ ইন্দোনেশিয়া'.
শেয়ার করে রাখুন পুনরায় দেখতে। ..
No comments