Bcs preliminary general science | নবম দশম শ্রেণীর বইয়ের ১০০ টি প্রশ্নোত্তর
![]() |
বিসিএস প্রস্তুতি.webp |
নবম -দশম শ্রেণীর বইয়ের ১০০ টি প্রশ্নোত্তর-BCS Preliminary Preparation Genral Science:
১জীববিজ্ঞানের জনক?
- এ্যারিস্টটল।
২.জীবের সার্বিক অঙ্গস্থানিক গঠন বর্ননা করে জীববিজ্ঞানের কোন শাখা?
- মারফোলজি বা অঙ্গসংস্থান।
৩.প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্ক আলোচিত হয়?
- প্যালিওনটলজি বা প্রত্মতত্ত্ববিদ।
৪.জীবের শ্রেনিবিন্যাস ও দ্বি নাম করনের জনক কে?-
ক্যারোলাস লিনিয়াস।
৫.জীবের শ্রেনিবিন্যাসে কয়টি ধাপ আছে?
- ৭ টি।
৬.দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম?
- Copsychus saularis.
৭.জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
-এন্টোমোলজি।
৮.নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কত প্রকার?
- ২ প্রকার।যথাঃআদি কোষ, প্রকৃত কোষ।
৯.কাজের ভিত্তিতে কোষ কত প্রকার?
- ২ প্রকার।যথাঃদেহ কোষ,জনন কোষ।
১০.কোষের শক্তির উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস হলো?
-মাইটোকন্ড্রিয়া।
১১.প্লাস্টিড কত প্রকার?
-৩ প্রকার।যথাঃক্রোমো,ক্লোরো,লিউকো।
১২.প্রানীকোষ বিভাজনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গানু ?
- সেন্ট্রিওল।
১৩.গলজি বস্তু কোথায় পাওয়া যায়?
-প্রানীকোষে।
১৪.জীব কোষকে জীবানুর হাত থেকে রক্ষা করে?
-লাইসোজোম।
১৫.উদ্ভিদ টিস্যু কত প্রকার ?
-২ প্রকার। ভাজক,স্থায়ী।
১৬.স্থায়ী টিস্যু কয় প্রকার?
-২ প্রকার।সরল,জটিল।
১৭.সরল টিস্যু কয় প্রকার?
-৩ প্রকার।প্যারেনকাইমা, কোলেনকাইমা,স্কেরেনকায়মা।
১৮.জটিল টিস্যু কয় প্রকার?
-২ প্রকার।জাইলেম,ফ্লোয়েম।
১৯.জাইলেম টিস্যুর কোষ কোন গুলো?
-ট্রাকিড,ভেসেল,জাইলেম,প্যারেনকাইমা, জাইলেম ফাইবার।
২০.প্রানীটিস্যু কয় প্রকার?
-৪ প্রকার।আবরনী,যোজক,পেশী,স্নায়ু পেশি।
২১.আবরণী টিস্যু কত প্রকার ?
-৩ প্রকার।
২২.কার্ডিয়াক পেশি কেমন?
-এক ধরনের অনৈচ্ছিক পেশি।
২৩. স্নায়ু টিস্যুর একক কী?
-নিউরণ।
২৪.বৃক্কের একক কি?
-নেফ্রণ।
২৫.কোষ বিভাজন কত প্রকার ?
-৩ প্রকার। আ্যমাইটোসিস,মাইটোসিস (দেহ কোষ),মিয়োসিস(জনন কোষ)।
২৬.ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল,ঈস্ট প্রভৃতিতে কোন কোষ বিভাজন হয়?
-অ্যামাইটোসিস।
২৭.মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টি?
-৫ টি।প্রোফেজ, প্রো-মেটাফেজ,মেটাফেজ, অ্যানাফেজ,টেলোফেজ।
২৮. কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওয়াসের বিলুপ্তি ঘটে ?
-মেটাফেজ।
২৯.কোন কোষ বিভাজনের কারনে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে?
- মাইটোসিসে।
৩০.জৈব মুদ্রা বা জৈব শক্তি নামে পরিচিত ?
- ATP.
৩১.সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ATP তে কত কিলোক্যালরি শক্তি আবদ্ধ হয়?
-৭৩০০.
৩২.সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পর্যায় কতটি?
-২ টি।
৩৩.ক্লোরোফিলের প্রধান উপাদান?
-নাইট্রোজেন ও ম্যাগনেশিয়াম।
৩৪.শ্বসনের অপটিমাম তাপমাত্রা ?
-২০-৪৫ ডিগ্রি সেলসিয়াস।
৩৫.সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি?
অক্সিজেন।
৩৬.উদ্ভিদের মূখ্য পুষ্টি কয়টি?
-৯ টি।Mg,K,Na,C,H,O,P,S.
৩৭.উদ্ভিদের গৌণ পূষ্টি কয়টি?
-৭টি
আরো পড়ুন :
- আগারওয়াল এর বইয়ের যে যে অংক গুলো করতে হবে তার একটা লিস্ট
- বি সি এস প্রিলি এর আন্তর্জাতিক বিষয়াবলী কমন ও রিপিট প্রশ্নোত্তর
৩৮.কিসের অভাবে পাতা হলুদ হয়ে যায়?
-নাইট্রোজেন
৩৯.কিসের অভাবে পাতা, ফুল,ফল ঝরে যায় ও উদ্ভিদ খর্বাকার হয়?
- ফসফরাসের
৪০.কিসের অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ ও মৃত অবস্থার সৃষ্টি হয়?
-পটাশিয়াম।
৪১.কিসের অভাবে উদ্ভিদের ফুলের কুড়ি জন্ম ব্যাহত হয়?
-বোরন।
৪২.খাদ্যপ্রাণ বলা হয় কাকে?
-ভিটামিনকে।
৪৩.সুষম খাদ্যে?
- আমিষঃচর্বিঃশর্করা।
৪৪.দৈনিক কত গ্লাস পানি পান করা উচিত?
- ৭-৮ গ্লাস।
৪৫.কোন খাবারে সবচেয়ে বেশি আমিষ থাকে?
- মসুর ২৫.১ গ্রাম।
৪৬.একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈহিক ওজনের কত % পানি?
-৪৫-৬০%.
৪৭.রক্তে হিমোগ্লোবিনের অভাব হলে কোন রোগ হয়?
-রক্তশূন্যতা বা এ্যামিনিয়া।
৪৮.মূখগহ্বরে খাদ্যেকে পিচ্ছিল করে কে?
-লালা গ্রন্থি থেকে নিঃসৃত মিউসিন।
৪৯.লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমের নাম?
-টায়ালিন ও মলটেজ।
৫০.মানুষদের স্থায়ী দাত কত প্রকার ?
-৪ প্রকার।
৫১.মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
- যকৃত।
৫২.কোন এনজাইম আমিষকে এ্যামাইনো এসিড এসিডে পরিনত করে?
-পেপসিন ও ট্রিপসিন।
৫৩.কোন এসিড পাকস্থলীতে খাদ্য পরিপাকে সহায়তা করে?
-হাইড্রোক্লোরিক এসিড।
৫৪.ডায়োরিয়া হয় কিসের কারনে?
-রোটা ভাইরাসের।
৫৫.সুগন্ধ ও দূর্গন্ধ কোন প্রক্রিয়ায় বাতাসে ছড়ায়?
-ব্যাপন
৫৬.প্রোটোপ্লাজমের কত % পানি?
-৯০%
৫৭.শুকনা কিসমিস ফুলে ওঠে কোন প্রক্রিয়ায় ?
- অভিস্রবণ
৫৮.গাছের পাতা শুকিয়ে যায়না কেন?
- প্রসেদ্বনের কারনে।
৫৯.রক্ত উপাদান কত প্রকার?
- ২ প্রকার।রক্তরস ও রক্তকণিকা।
৬০.রক্ত কণিকা কয় প্রকার?
- ৩ প্রকার।লোহিত, শ্বেত,অণুচক্রিকা।
৬১.জীবনীশক্তির মূল কী?
-রক্ত।
৬২.রক্তে রক্তরসের পরিমান কত?
- ৫৫ ভাগ।
৬৩.কিসের জন্য রক্ত লাল হয়?
- হিমোগ্লোবিন।
৬৪.হিমোগ্লোবিনের কাজ কী?
-অক্সিজেন পরিবহন।
৬৫.শ্বেতকনিকা কোন প্রক্রিয়া রোগ জীবানু ধ্বংস করে?
- ফ্যাগোসাইটোসিস।
৬৬.রক্ত তঞ্জনে সাহায্যে করে?
-অণুচক্রিকা।
৬৭.রক্তের গ্রুপ কয়টি?
-৪ টি।A,B,AB,O.
৬৮.সর্বজনীন দাতা গ্রুপ কে?
-O.
৬৯.সর্বজনীন গ্রহীতা গ্রুপ কে?
-AB.
৭০.একজন সুস্থ মানুষের দেহ থেকে কত লিটার রক্ত বাহির করে নিলে কোন অসুবিধা হয়না?
-৪৫০ মি.লি.
৭১.মানবদেহে প্রতি সেকেন্ডে কি পরিমান লোহিত কনিকা উৎপন্ন হয়?
-২০ লক্ষ
৭২.হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি?
-৪ টি
৭৩.হৃদপিন্ডের সংকোচনকে বলে?
- সিস্টোল।
৭৪.হৃদপিন্ডের প্রসারনকে বলে?
-ডায়াস্টোল।
৭৫.একজন আদর্শ মানুষের রক্তচাপ?
-৮০/১২০.
৭৬.WHO এর মতে ২০২০ সালে বিশ্বের এক নম্ব্র মারণব্যাধি হবে?
- স্ট্রোক ও করোনারি ধমনির চাপ।
৭৭.রক্তচাপ মাপা হয়?
-স্ফিগমোম্যানোমিটার।
৭৮.আমাদের দেহের জন্য উপকারী কোলেস্টেরল কোনটি?
-HDL.
79.আমাদের রক্তে LDL এর পরিমান ?
-৭০%.
৮০.অ্যাবজিনা কি?
- হৃদপিন্ডে রক্ত চলাচল কমে গেলে ব্যাথা অনুভূত হওয়া।
৮১.সূর্যালোকের উপস্থিতিতে চামড়ায় ভিটামিন তৈরীতে ভূমিকা রাখে কে?
- কোলেস্টেরল।
৮২.ব্লাড ক্যান্সারকে বলা হয়?
-লিউকোমিয়া।
৮৩.বাতজ্বর হয় কিসের কারনে?
-স্টেপটোকক্কাস অনুজীবের কারনে।
৮৪.শ্বাসনালি সংক্রান্ত রোগ?
-হাপানি,ব্রংকাইটিস,যক্ষা,নিউমোনিয়া।
৮৫.রক্ত সম্পুর্ন অকেজো বা বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত হওয়ার পদ্ধতিকে বলে?
-ডায়ালাইসিস।
৮৬.মানবদেহে কতটি হাড় রয়েছে?
-২০৬ টি।
৮৭.কলঅমে মূল গজানো,অকালে ফল ঝড়ে যাওয়া ও বীজহীন ফল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
- অক্সিন।
৮৮.ফুল ফুটাতে,ফুলের সুপ্তাবস্থা দৈর্ঘ্য কমাতে এবং অঙ্কুরোদগমে ব্যবহৃত হয়?
-জিবেরেলিন।
৮৯.ফল পাকাতে?
-ইথিলিন।
৯০.জীবনের রাসায়নিক দূত হলো?
-হর
৯১.গুরু মস্তিষ্ক বলা হয়?
-সেরিব্রামকে।
৯২.পনস কোথায় থাকে?
-পশ্চাৎ মস্তিষ্কে।
৯৩.অ্যাক্সন ও ডেনড্রাইট কার অংশ?
-নিউরণের।
৯৪.মানব মস্তিষ্কে উদ্দীপনার বেগ?
-প্রায় ১০০ মিটার।
৯৫.একটি নিউরনের অ্যাক্সনের সাথে দ্বিতীয় নিউরনের ডেনড্রাইটের সংযোগস্থল কে বলে?
-সিনাপসিস।
৯৬.ইনসুলিন হরমোন নিঃসৃত হয়?
-আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স থেকে।
৯৭.পারকিনসন্স রোগ কিসের?
-মস্তিষ্কের।
৯৮.এপিলেপসি রোগ কিসের?
-মস্তিষ্কের।
৯৯.একটি সম্পুর্ন ফুলে কয়টি অংশ?
-৫ টি।
১০০.জবা,কুমড়া,সরিষা ফুলের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?
-কীটপতঙ্গ।
Get More Information Please Like Our Facebook Fan Page.
No comments