জব সল্যুশন বই হতে বাংলাদেশ বিষয়াবলি মডেল টেস্ট -১
জব সল্যুশন বই হতে বাংলাদেশ বিষয়াবলি মডেল টেস্ট -১:
১. বাংলাদেশের ১২ তম সিটি কর্পোরেশন কোনটি ?
ক. গাজীপুর খ. ময়মনসিংহ
গ. সিলেট ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ খ
২. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু -১ এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
ক. থেলেস এলেনিয়া খ. ফ্যালকন
গ. স্পেস এক্স ঘ. ভার্চুয়াল ট্রান্সটেক
উত্তরঃ ক
৩. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণ করা হয় কত তারিখে ?
ক.১৭ মে ২০১৭ খ. ১১ মে ২০১৮
গ. ১১ মে ২০১৭ ঘ. ১৯ মে ২০১৮
উত্তরঃ খ
৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর আয়ুষ্কাল কত বছর ?
ক. ১০ বছর খ. ১০০ বছর
গ. ১৫ বছর ঘ. ২০ বছর
উত্তরঃ গ
৫. বর্তমান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বাংলাদেশ এর কততম রাষ্ট্রপতি ?
ক. ১৭ খ. ২৮
গ. ২১ ঘ. ১০
উত্তরঃ গ
৬. যশোর জেলার পরিবর্তিত ইংরেজি বানান কোনটি ?
ক. Jashore খ. Jessore
গ. Jassore ঘ. Jasore
উত্তরঃ ক
৭. বাংলাদেশে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়া দ্বিতীয় পণ্য কোনটি ?
ক. জামদানি খ. শীতল পাটি
গ. ইলিশ মাছ ঘ. ফজলি আম
উত্তরঃ গ
৮. বাংলাদেশে তৈরি প্রথম তৈরি ন্যানো স্যাটেলাইট এর নাম কি ?
ক.ব্র্যাক অনেষ্ব খ. ব্র্যাক স্যাটেলাইট
গ. ব্র্যাক-১ ঘ. ব্র্যাক-বাংলা-১
উত্তরঃ ক
৯. বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল এর ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়েছে কোন জেলায় ?
ক. চট্টগ্রাম খ. বান্দরবন
গ. পটুয়াখালী ঘ. সিলেট
উত্তরঃ গ
১০. বর্তমানে এটর্নি জেনারেল মাহবুবে আলম কততম এটর্নি জেনারেল ?
ক. ১৩ তম খ. ১৫ তম
গ. ১৭ তম ঘ. ৯ তম
উত্তরঃ খ
১১. জাতীয় মানবাধিকার কমিশনারের বর্তমান চেয়ারম্যান এর নাম কি ?
ক. ইকবাল মাহমুদ খ. মিজানুর রহমান
গ. কাজী রিয়াজুল হক ঘ. ফজলে কবির
উত্তরঃ গ
১২. বাংলাদেশের সর্বশেষ ৪৯২ তম উপজেলার নাম কি ?
ক. দৌলতপুর খ. শায়েস্তাগঞ্জ
গ. চকরিয়া ঘ. তাড়াশ
উত্তরঃ খ
১৩. মুজিব বর্ষ গোসনা করা হয়েছে কোন সালকে ?
ক. ২০২০-২০২১ খ.২০১৯-২০২০
গ. ২০২১-২০২২ ঘ. ২০১৮-২০১৯
উত্তরঃ ক
১৪. ২০১৮ সালের বর্ষ পণ্য কোনটি ?
ক. চিঙড়ি খ. পাট
গ. ওষুধ ঘ. চামড়া
উত্তরঃ গ
১৫. দেশে ৪জি ইন্টারনেট সেবা চালু হয় কত সালে ?
ক. ২০১৭ খ. ২০১৮
গ. ২০১৯ ঘ.২০১৬
উত্তরঃ খ
১৬. নিচের কোনটির জন্য উয়ারী বটেশ্বর প্রখ্যাত ?
ক. প্রত্নতাত্বিক নিদর্শন খ. বাণিজ্য কেন্দ্র
গ. ইকো পার্ক ঘ. রিসোর্ট
উত্তরঃ ক
১৭. দেশের প্রথম পতাকা ভাস্কর্যের নাম কি ?
ক. পতাকা -৭১ খ. পতাকা ভাস্কর্য-৭১
গ.বিজয় -৭১ ঘ.মুক্তি -৭১
উত্তরঃ খ
১৮. পাটের আশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরী এর পদ্ধতি আবিষ্কার করেন কে ?
ক. অধ্যাপক মোবারক খান খ. মোমিনুল হক
গ. মোজাম্মেল হক ঘ. আবু ইসলাম
উত্তরঃ ক
১৯. পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এর পরিবর্তিত নাম কি ?
ক. পরিবেশ ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় খ. পরিবেশ মন্ত্রণালয়
গ. পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় ঘ. বন ও জলবায়ু মন্ত্রণালয়
উত্তরঃ ক
২০. সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম নারী বিচারপতির নাম কি ?
ক. নাজনীন বেগম খ. নাজমুন আর সুলতানা
গ. সুফিয়া খান ঘ. রোকেয়া সুলতানা
উত্তরঃ খ
২১. কোনটিকে বাংলাদেশর ফুসফুস বলা যেতে পারে ?
ক. চলন বিল খ. হাকালুকি বাওড়
গ. সুন্দরবন ঘ. লাউয়াছড়া
উত্তরঃ গ
২২. বাংলাদেশের ডাক বিভাগের স্লোগান কি ?
ক. দ্রুততায় লক্ষ্য খ. সেবাই আদর্শ
গ. গতিই আদর্শ ঘ. সেবায় ধর্ম
উত্তরঃ খ
২৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ খেতাব কোনটি ?
ক. বীরপ্রতীক খ. বীরশ্রেষ্ঠ
গ. বীরউত্তম ঘ. বীরবিক্রম
উত্তরঃ খ
২৪. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
ক. ১৩৬ খ. ১৩৯
গ. ১৪০ ঘ. ১৪২
উত্তরঃ ক
২৫. বাংলাদেশে প্রথম ১০০০ টাকার নোট চালু হয় কোন সালে ?
ক. ২০০৮ সালে খ. ২০১০ সালে
গ. ২০০৫ সালে ঘ. ২০০৭ সেলাই
উত্তরঃ ক
২৬. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ?
ক. ২ নং খ. ৮ নং'
গ. ১০ নং ঘ. ১১ নং
উত্তরঃ খ
২৭. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন ?
ক. প্রধান বিচারপ্রতি খ. স্পিকার
গ. আইনমন্ত্রী ঘ. এটর্নি জেনারেল
উত্তরঃ ঘ
২৮. দেশের কৃষিভির্ত্তিক ইপিজেড কোথায় অবস্থিত ?
ক. ঢাকা খ. বরিশাল
গ. চট্টগ্রাম ঘ. নীলফামারী
উত্তরঃ ঘ
২৯. আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ?
ক. ২২ ফেব্রুয়ারী খ. ২২ মার্চ
গ. ২৩ ফেব্রুয়ারী ঘ. ২৩ মার্চ
উত্তরঃ ক
৩০.ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্টিত হয়'?
ক. ১৯১১ খ. ১৯১৮
গ. ১৯২১ ঘ. ১৯২৪
উত্তরঃ গ
৩১. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর ?
ক.পেট্রোপোল
খ.কৃষ্ণনগর
গ. ডাউকি
ঘ. মহাদিপুর
উত্তর: ক
৩২. বাংলাদেশের সরকারি ইপিজেড সংখ্যা কতটি ?
ক. ৬
খ. ৮
গ. ১০
ঘ. ১২
উত্তর: খ
৩৩. বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে ?
ক.চীন'
খ. ভারত
গ. যুক্তরাজ্য
ঘ. থাইল্যান্ড'
উত্তর: ক
৩৪. মাত্র একটি সংসদীয় আসন ?
ক. লক্ষীপুর
খ. মেহেরপুর
গ. ঝালকাঠী
ঘ. রাঙামাটি
উত্তর: ঘ
৩৫. বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ?
ক. ব্র্যাক ব্যাংক
খ. ডাচ বাংলা ব্যাংক
গ. এবি ব্যাংক
ঘ. সোনালী ব্যাংক
উত্তর: খ
৩৬.পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন ?
ক.লর্ড রিপন
খ.লর্ড কার্জন
গ.লর্ড মিন্টো
ঘ.লর্ড হার্ডিঞ্জ
উত্তর:খ
৩৭. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল ?
ক. ধানের শীষ
খ. নৌকা
গ. লাঙ্গল
ঘ. বাইসাইকেল
উত্তর:খ
৩৮. ঐতিহাসিক ৬ দফা কে কিসের সাথে তুলনা করা হয় ?
ক. বিল অফ রাইটস
খ. ম্যাগনাকার্টা
গ. পিটিশন অফ রাইটস
ঘ. মূখ আইন
উত্তর:খ
৩৯. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ?
ক. নবাব সিরাজদৌলা
খ. মুর্শিদ কুলী খান
গ. ইলিয়াস শাহ
ঘ. আলাউদ্দিন হুসেন শাহ
উত্তর:খ
৪০. আলুর একটি জাত ?
ক. ডায়মন্ড
খ. রুপালি
গ. ড্রামহেড
ঘ. ব্রিশাইল
উত্তর:ক
৪১. বাংলাদেশের সিভিল সার্ভিস এর ক্যাডার সংখ্যা কত ?
ক. ২৬
খ. ২৭
গ. ২৮
ঘ. ৩১
উত্তর: ক
৪২. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের গঠনের উল্লেখ' আছে ?
ক. ১৩০
খ. ১৩১
গ. ১৩৭
ঘ. ১৪০
উত্তর: গ
৪৩. অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়েছে ?
ক. ২
খ. ৪
গ. ৫
ঘ. ৮
উত্তর: ক
৪৪. বাংলাদেশকে স্বীকৃতকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি'?
ক. ইন্দোনেশিয়া
খ.মালয়েশিয়া
গ. মালদ্বীপ
ঘ. সেনেগাল
উত্তর: ঘ
৪৫. বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি ?
ক. বীরপ্রতীক
খ. বীরশ্রেষ্ট
গ. বীরউত্তম
ঘ. বীরবিক্রম
উত্তর: ঘ
৪৬. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পাই ?
ক. ১৯৯৭
খ. ১৯৯৯
গ. ২০০১
ঘ. ২০০০
উত্তর: ঘ
৪৭. বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় ?
ক. আউশ ধান
খ. এমন ধান
গ. বোরো ধান
ঘ. ইরি ধান
উত্তর: গ
৪৮. প্রথম বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্টান ?
ক. BARI
খ. BIRRI
গ. BADC
ঘ. BINA
উত্তর: গ
৪৯.যে জেলায় হাজংদের বসবাস নাই ?
ক. শেরপুর
খ. ময়মনসিং
গ. সিলেট
ঘ. নেত্রকোনা'
উত্তর: গ
৫০. যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক ?
ক. ঢাকা
খ. রাজশাহী
গ. বরিশাল
ঘ. খুলনা
উত্তর: গ
STAY HOME AND STAY SAFE
No comments