বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি :কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি
বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি :কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি :
বিভিন্ন চাকরির পরীক্ষায় কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি হতে প্রায় প্রশ্ন হয়ে থাকে।
১.কম্পিউটার শব্দের অর্থ কি?
-গণনাকারী যন্ত্র।
২.আধুনিক কম্পিউটারের জনক কে?
-চার্লস ব্যাবেজ।
৩.কম্পিউটারের স্মৃতি কত প্রকার?
- ২ প্রকার।
৪.LCD এর পূর্ণরূপ কি?
-Liquid Crystal Display.
৫. PC অর্থ কি?
-personal computer.
৬.CPU কি?
-Central Processing Unit.
৭.1KB=1024 Byte.
৮.কম্পিউটারের আবিস্কারক কে?
-হাওয়ার্ড।
৯.কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলে?
-Rom
১০.কম্পিউটারের কোনটি নেই?
-বুদ্ধিবিবেচনা।
১১.ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এর প্রতিষ্ঠাতা কে?
-স্টিভ চ্যান্স ও জাভেদ করিম।
১২.কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
-সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
১৩.ইমেইল কি?
-ইলেকট্রনিক মেইল।
১৪.কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
-মাইক্রো প্রসেসর
১৫.কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
- হার্ডওয়্যার।
১৬.বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?
-বিল গেটস।
১৭. কম্পিউটার বায়োস কি?
- Basic Input -Output System.
১৮.কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়?
- মাদারবোর্ড।
১৯.কম্পিউটারের র্যাম কি?
- স্মৃতিশক্তি।
২০.কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে?
- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
২১. ইন্টারনেট ব্যবহারে বর্তমান শীর্ষ দেশ-
- চীন।
২২. IC টিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার -
- Intel 4004.
২৩. কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়-
- ১৯৭১ সালে।
২৪. কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?
-৪ প্রকার।
২৫.চ্যাট(chat) অর্থ কি?
- খোশগল্প করা
২৬. বাংলাদেশ অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে হয়?
- ১৯৯৬ সালের ৪ জুন।
২৭. কম্পিউটারের এই '#' চিহ্নকে কি বলে?
- হ্যাস চিহ্ন।
২৮.ওয়েব অর্থ কি?
- জাল।
২৯.মাইক্রো শব্দের অর্থ কি?
- ক্ষুদ্রাকার।
৩০. অসংখ্য কম্পিউটারের সম্বনয়ে গঠিত কম্পিউটার নেটওয়ার্ককে কি বলে?
- ইন্টারনেট।
৩১.কম্পিউটারের ব্যবহার নয় কোনটি?
- স্বপ্ন দেখা।।
৩২.মাউস ক্লিক বলতে কি বোঝায়?
- মাউসের বাম বোতাম চাপা।
৩৩. কম্পিউটার শব্দের উৎপত্তি কোথা থেকে?
- compute..
৩৫.পাওয়ার পয়েন্ট ডাইলকে বলা হয়?-.
- পেজেন্টেশন।
৩৬.কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়?
- পেনড্রাইভ।
৩৭. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
- বিজয়।
৩৮.তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি?
- ডাক বিভাগ
৩৯.অপারেটিং সিস্টেম হচ্ছে-
- মানুষের মস্তিষ্কের বুদ্ধি। \\
৪০.Find মেনু থাকে কোন মেনুতে?
- Edit.
৪১.অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়-
- ফন্ট ডায়ালগ বক্সে।
৪২.মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার -
- প্রাণ।
৪৩.কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে -
- কম।
৪৪.বিভিন্ন অক্ষ্র টাইপ করতে কী - বোর্ডের কোথায় চাপ দিতে হয়?
- বোতামে।
৪৫.কত সালে অ্যাপেল অপারেটিং সিস্টেম ৭.০ প্রবর্তক করেন?
- ১৯৭১ সালে।
৪৬. কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়-
- বাইট।
৪৭.প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
- লেডি অ্যাডা অগাস্টা।
৪৮.পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?
- মাল্টিমিডিয়া।
৪৯. কম্পিউটার কাজের গতি কি দ্বারা প্রকাশ করে
- ন্যানো সেকেন্ড।
৫০. কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন?
- গণিতবিদ।
৫২.নিউমেরিক কি প্যাড কোথায় থাকে?
- কীবোর্ডের ডান দিকে।
৫৩.সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় কোনটি?
- মনিটর।
৫৪.ফাইল কপি বা স্থানামত্মার প্রক্রিয়ায় চূড়ান্ত নির্দেশ হলো-
-Copy
৫৫.মাইক্রো শব্দের অর্থ কি?
- ক্ষুদ্রাকার।
৫৬.একসিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?
- ডেটাবেজ।
৫৭.কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যার সর্বাধিক দায়ী?
-এম.এস.এক্সেল।
৫৮.কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
-লেজার প্রিন্টার।
৫৯.কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরি?
- ইন্টেল।
৬০.BOL কি?
-Bangladesh Online Limited.
৬১.অপারেটিং সিস্টেম হচ্ছে-
- মানুষের মস্তিষ্কের বুদ্ধি।
৬২.কিসে close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়?
- File মেনুর close কমান্ড দিলে।
৬৩.নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি?
- ছবি আঁকা।
৬৪.উইন্ডোজ -৯৫ বাজারে এসেছিল -
-১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর।
৬৫.জন্ম তারিখ একটি -
- ফিল্ড।
৬৬.Binary disit থেকে উৎপত্তি হয়
- Bit.
৬৭. প্রোগ্রামের মূল লক্ষ্য কী?
-সমস্যার সন্তোষজনক সমাধান।
৬৮. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরি করেন-
- ড.স্টিবিজ।
৬৯.লেখালেখির জন্য তৈরি ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি?
- ওয়ার্ড প্রোসেস প্রোগ্রাম।
৭০. মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে?
- লজিক বোর্ড।
৭১. দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?
- মডেম।
৭২. কম্পিউটার গণনার একক কোনটি?
- বাইট।
৭৩.এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?
- স্পেডশিট।
৭৪. কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?
- সফটওয়্যার।
৭৫. কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?
- সফটওয়্যার।
৭৬. কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হবে?
- তথ্য বা ডাটা।
৭৭. কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?
- নির্দেশ অনুযায়ী।
৭৮. কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে?
- নিজস্ব ভাষা।
\
৭৯. সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো-
- সুপার কম্পিউটার।
৮০. কম্পিউটার কাজ নির্দেশ অনুযায়ী কাজ করে?
- মানুষের।
৮১. শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হতো?
- গণনার।
৮২.সফটওয়্যার শিল্পে বর্তমানে ২য় অবস্থানে আছে কোন দেশ?
- ভারত।
৮৩. ইন্টারনেট উদ্ভব হয় কোন দেশে?
- যুক্তরাষ্ট্রের।
৮৪. বর্তমানে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি?
- ইন্টারনেট।
৮৫. ok এবং cancel অথবা close বোতাম কোথায় থাকে?
- ডায়ালগ বক্সে।
৮৬. কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?
- File.
৮৭. File, Edit,Help,View ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে?
- মেনু বক্সে।
৮৮.ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন?
- ফাইল মেনু।
৮৯. ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন?
- CapsLock.
৯০. F1থেকে F12 পর্যন্ত কী-গুলোকে একসাথে বলা হয় -
- ফাংশন কী।
Stay Home And Stay Safe
No comments