Course: গাণিতিক যুক্তি কোর্স ,বোর্ড বইয়ের সমন্বয়ে লিখিত ও প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য।
Course Description:যেকোনো চাকরির পরীক্ষায় ভাল করতে হলে গণিতে ভালো করার প্রয়োজন। গণিতের প্রস্তুতি সহজ করাই এই কোর্সের প্রধান লক্ষ্য।গণিতে ভালো মার্ক ছাড়া কখনো চাকরি পাওয়া সহজ হবে না। এই কোর্স গণিতের বেসিক লেভেল থেকে শুরু করা হবে। বোর্ড বইয়ের সমন্বয়ে লিখিত ও প্রিলিমিনারী পরীক্ষার উপযোগী কোর্স। প্রতিটি অধ্যায় এর গণিত বেসিক থেকে বোঝানো এবং ঐ অধ্যায় এর শেষে অধ্যায় ভিত্তিক বিগত সালের পরীক্ষায় আসা MCQ QUESTION PRACTICE থাকবে । বর্তমান সময়ে চাকরি পরীক্ষায় গণিতের ৯০% প্রশ্ন আসে বোর্ড বই থেকে।আমরা যদি বোর্ড বই সম্পূর্ণ করি তাহলে যেকোনো চাকরি পরীক্ষায় প্রিলিমিনারী এবং লিখিত পরীক্ষায় ইনশাল্লাহ আমাদের গণিতে আর কোনো ভয় থাকবে না এবং ৯০% মার্ক পাওয়া আর কোনো বেপার না.গণিতে ভালো করা ছাড়া কোনো জব পাওয়া সম্ভব না.প্রতিদিন যদি ২ ঘন্টা সময় দেন তাহলে আপনার ইনশাল্লাহ গণিতে আর কোনো সমস্যা থাকবে না।
খুব শীঘ্রই WEBSITE LAUNCH হবে। রেজিস্ট্রেশন করে আমাদের সাথে থাকুন। কোর্স শুরুর আগে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে।
কোর্স শুরু হবে :
১৫-১১-২০২০
কাদের জন্য এই কোর্স :
- যাদের গণিতে বেসিক দুর্বল আছে।
- যারা অনার্স ২য় -৪থ বর্ষে আছেন।
- যারা এখন থেকেই প্রতিদিন ২-১ ঘণ্টা গণিত করতে চান।
- আর্টস এবং কমার্স এর ছাত্রছাত্রীদের জন্য যারা গণিতকে ভয় পান.
- যারা খুব দীর্ঘ মেয়াদি গণিতের প্রস্তুতি নিতে চাচ্চেন তাদের জন্য এই কোর্স। কারণ এটা বেসিক লেভেল থেকে শুরু হবে।
- কোর্স এর মেয়াদ মিনিমাম ৮ মাস হতে পারে.এজন্য যারা দীর্ঘ মেয়াদি গণিতের প্রস্তুতি নিতে চাচ্চেন তাদের জন্য এই কোর্স।
কি থাকবে এই কোর্সে :
১.বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার গণিতের সিলেবাস অনুসারে অধ্যায় গুলা সাজানো।
২. বোর্ড বইয়ের প্রতিটি চাকরির পরীক্ষার গণিতের সিলেবাস অনুসারে অধ্যায় এর সাথে MCQ QUESTION PRACTICE থাকবে ।
রেফারেন্স বোর্ড বই :
i.ক্লাস ৬ এর গণিত
i. ক্লাস ৭ এর গণিত
ii. ক্লাস ৮ এর গণিত
iii. ক্লাস ৯ এর গণিত এবং উচ্চতর গণিত
v.একাদশ -দ্বাদশ গণিত
৩. বিগত সালের প্রশ্ন সমাধান
COURSE CURRICULLAM:
কোর্স এর বিবরণ :
১.বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার গণিতের সিলেবাস অনুসারে বোর্ড বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা।
২. প্রতিটি অধ্যায় এর বেসিক আলোচনা।
৩. বেসিক আলোচনা এর পর ঐ অধ্যায় এর উদাহরণ সহ অনুশীলনী এর গণিত করানো।
৪. প্রতিদিন হোমওয়ার্ক দেওয়া থাকবে। সেগুলো শেষ করে আমাদের প্রাইভেট গ্রুপ এ দিতে হবে.
৫. প্রতি অধ্যায় সম্পূর্ণ হবার পর ওই অধ্যায় ভিত্তিক এবং বিগত সালে পরীক্ষায় আসা MCQ QUESTION PRACTICE SHEET পিডিএফ আকারে SOLUTION সহ দেয়া থাকবে। যাতে আপনারা প্রচুর PRACTICE করতে পারেন।
৬. এভাবে অধ্যায় শেষ করার পর ৫০ মার্ক এর MCQ EXAM নেয়া হবে.
৭. সপ্তাহে শনি , সোম ,বুধবার,ও শুক্রবার ভিডিও দেয়া হবে।
৮. যারা এই কোর্স এ মেম্বারশিপ নিবে তাদের জন্য বোনাস হচ্ছে প্রতি বৃস্পতিবার বিগত পরীক্ষার একটা করে QUESTION SOLVEদেয়া থাকবে।
৯. পর্যায় ক্রমে সকল অধ্যায় এভাবে শেষ হবে।
১০. এভাবে কোর্স শেষ হবার পর মানসিক দক্ষতা কোর্স শুরু হবে।
এই কোর্স কিভাবে কাজ করবে :
১. প্রতিদিন রাত ৯.০০ এর সময় (বাংলাদেশ সময়) একটা ভিডিও রিলিজ দেয়া হবে। আপনার কাজ হবে ২৪ ঘন্টার মধ্যে ভিডিও দেখে শেষ করে ফেলা। মোটামুটি ১ থেকে ১.২০ ঘন্টার মতো ভিডিও থাকবে।
২.আমাদের কোর্স প্রি-রেকর্ডেড (ভিডিও আগে থেকে রেকর্ড করা থাকবে)। অর্থাৎ লাইভ ক্লাস হবে না। তাই রাত ৯.০০ এর পরে যেকোন সময়ের মধ্যে ভিডিও দেখে নিলেই চলবে। প্রতিদিন গড়ে ২থেকে ১ঘন্টা সময় দিতে হবে।
৩.কোথাও না বুঝলে বা আটকে গেলে। আমাদের ফেইসবুক গরূপে প্রশ্ন করতে পারবে। তোমার যেকোন প্রশ্নের উত্তর কোর্স চলাকালীন সময়ে ২৪ ঘন্টার মধ্যে উত্তর দেয়া হবে।
৪.সপ্তাহে এক দিন LIVE CLSSS থাকবে ZOOM APP এর মাধ্যমে। এবং মাসে একটা MEET UP থাকবে। যেখানে কোর্স রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করা হবে।
কোর্স ফি :
১.প্রত্যেক মাসে ১৫০ টাকা করে ফি।
২.আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে ১৫০ টাকা ফি পরিশোধ করে মেম্বারশিপ গ্রহণ করতে হবে।
৩.মেম্বারশিপ এর মেয়াদ থাকবে ১ মাস।
৪. পরবর্তীতে আবারো ১৫০ টাকা পরিশোধ করে নতুন করে মেম্বারশিপ নিতে হবে.
৫. যারা মেম্বারশিপ নিবে তাদের MATH DREAMERS এর SECRET GROUP এ add করা হবে।
কোর্স শুরু হবে :
১৫-১১-২০২০
কোর্স ইন্সট্রাক্টর :1. MD RAKIB HASAN
B.Sc Honours,Department Of Mathematics
University Of Rajshahi
2. MD HASANUR RAHMAN
B.Sc Honours,Department Of Mathematics
University Of Rajshahi
ফেইসবুক পেজ এ মেসেজ দিন.
No comments